পরিবেশ পদক পাওয়ায় পৌর মেয়র ফজলুর রহমানকে নাগরিক সম্বর্ধনা দেয়ার উদ্যোগ

June 15, 2024,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পরিবেশ পদক পাওয়ায় মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানকে নাগরিক সম্বর্ধনা দেয়ার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি মিলনাতয়নে এ লক্ষে পৌর নাগরিকদের উদ্যগে ১ম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নাগরিক সম্বর্ধনার জন্য কমিটি গঠন হয়। কমিটির আহবায়ক ডা: আব্দুল আহাদ ও সদস্য সচিব সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নুকে করা হয়। সভায় উপস্থিত নাগরিকদের কমিটির সদস্য রাখা হয়।
সভায় বক্তারা বলেন, ভালো কাজ যিনি করেন, তাঁকে সম্মান জানানো সকলের দায়িত্ব। যিনি ভালো কাজ করেন তিনি আরো উৎসাহ পান, কাজের প্রতি তাঁর স্পৃহা আরো বাড়ে। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, তাঁর টিমকে নিয়ে যেভাবে মৌলভীবাজারকে স্বপ্নের শহর, আধুনিক শহর, ফুলেল শহর, পরিচ্ছন্ন শহর, শান্তির শহর গড়ে তোলার কাজ করছেন, সেটার স্বীকৃতি পাচ্ছে একের পর এক।
২০২২ সালে জন্ম মৃত্যু নিবন্ধনে দেশসেরা হবার পর এবার পরিবেশে দেশ সেরা। জাতীয় পরিবেশ পদক অনেক কিছু প্রমান করে। মেয়র মহোদয় তথা মৌলভীবাজার পৌরসভা একটা আধুনিক, পরিচ্ছন্ন শহরের জন্য কাজ করছেন যেখানে আগামীর শহর হবে আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য নিরাপদ পরিচ্ছিন্ন একটা শহর। মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন শ্রেণী পেশার সচেতন নাগরিকও আজ আনন্দিত। নাগরিক সম্বর্ধনার দেয়া হলে নাগরিক সেবার মান আরো বাড়বে নিশ্চিত। পৌর প্রশাসনের আরো উৎসাহ পেয়ে কাজের গতি কাজের গতি পাবে। সভায় সর্বসম্মত আলোচনায় আগামী ১৯ জুন পরবর্তী সভা আহ্বান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com