পর্দানশীন নারীদের মুখ দেখে নয়, আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2025/02/476570477_1771106123738845_7083638431288658018_n.jpg?fit=800%2C445&ssl=1)
স্টাফ রিপোর্টার : মুখ দেখে নয়, আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন মৌলভীবাজারের পর্দানশীন নারীরা।
সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুর থেকে এক ঘন্টা ব্যাপী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সামনে জেলা পর্দানশীন নারী অধিকার পরিষদের আয়োজনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
এদিকে মানববন্ধনে পর্দানশীন নারীরা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রেখেছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। তারা এসব হেনস্তার অবসান চান। এতে পর্দানশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন।
মন্তব্য করুন