পানি ও স্যানিটেশন সহায়ক কৌশলপত্র ও তা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা অনুষ্ঠিত
বিকুল চক্রবতী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইডিয়া ও ওয়াটারএইড-এর উদ্যোগে স্থানীয় সরকার কর্তৃক প্রণীত পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশলপত্র ও তা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর সুর ব্রাক লার্নিং সেন্টারে সিমাভী ও ওয়াটারএইড এর সহযোগিতায় আইডিয়া কর্তৃক বাস্তবায়িত ওয়াশ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর নির্বাহী সম্পাদক নজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জি, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু প্রমূখ
আইডিয়া শ্রীমঙ্গলের প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এবং পরামর্শ ও দিকনির্দেশনা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন ওয়াাটার এইড বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর কে এ আমিন।
বাংলাদেশে সরকারের স্থানীয় সরকার বিভাগ-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে ২০২০ সালে পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশলপত্র সংশোধিত আকারে প্রনয়ন করেছে, কৌশলপত্রটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, সাংবাদিক ও প্রকল্পের সাথে সংশ্লিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা টি অনুষ্ঠিত হয়।
আইডিয়া সংস্থা প্রত্যাশিত ওয়াশ কার্যক্রম বাস্তবায়নে সিমাভী ও ‘ওয়াটারএইড-বাংলাদেশ’-এর সহযোগিতায় “চা শ্রমিকদের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা” বিষয়ে প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, কালিঘাট ও সাতগাঁও ইউনিয়ন ও পাশ্ববর্তী এলাকায় বাস্তবায়ন করছে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজন বিশেষ করে চা বাগান পঞ্চায়েত, বাগান কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং চা শ্রমিক সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সমন্বয় করে আইডিয়া এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে।
অনুষ্ঠান শেষে প্রকল্প কর্তৃক বাস্তবায়নকৃত সকল কাজের তথ্য সম্বলিত নথিপত্র প্রকল্প ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের কাছে হস্তান্তর করেন।
মন্তব্য করুন