পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে মমতাজ ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন ঃ পুকুরে লেখক ফোরামের মাছের পোনা অবমুক্ত

August 25, 2019,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে বৃক্ষরোপন এবং পাঠাগার সম্মুখস্থ’ গোল পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মমতাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন প্রকার ফলদ ও বনজ চারা উপহার প্রদান করেন সেবা সংগঠনটির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট কলামিষ্ট এডভোকেট মুজিবুর রহমান মুজিব এবং মাছের পোনা উপহার প্রদান করেন পূবালী ব্যাংক এর সিলেট বিভাগীয় আইন কর্মকর্তা জেলা লেখক ফোরামের সভাপতি গবেষক এডভোকেট মোঃ আবু তাহের।

২৪ আগস্ট সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব, বিশিষ্ট আইনজীবী, কবি ও মানবাধিকার সংগঠক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল পাঠাগার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাছ-গাছ-উপহার গ্রহণ করতঃ উভয়কে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক জেলা শহরের বিখ্যাত গোল পুকুরে বিপুল পরিমান মাছের পেনা স্বয়ং অবমুক্ত করেন এবং সম্মানিত অতিথিগণকে নিয়ে গাছের চারা রোপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এই পাবলিক লাইব্রেরীর প্রাক্তন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, কবি ও প্রকাশক পুলক কান্তি ধর, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ফটো সাংবাদিক বাবু হরিপদ রায়, পাঠাগার, সুভাময় রায় সজল প্রমুখ।

প্রসঙ্গঁত উল্লেখযোগ্য আর্থীক সংকট ও কমিটি জটিলতার কারনে জেলা সদরের এই প্রাচীন জ্ঞান চর্চা ও মননের কেন্দ্রটি দীর্ঘদিন অচল এবং সাম্প্রতিক কালে তালাবদ্ধ ছিল। পাঠাগারের সংবিধান মোতাবেক জেলা প্রশাসক পদাধিকার বলে প্রতিষ্ঠানটির সভাপতি। মৌলভীবাজারের বর্তমান নবাগত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন দায়িত্ব ভার গ্রহনের পর জেলা সদরের মাননীয় সাংসদ এই পাঠাগারের সাবেক সম্পাদক জনাব

নেছার আহমদ এর সহৃদয় সহযোগীতা ও পরামর্শে সম্প্রতি মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর একটি সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারন সভায় এডভোকেট কিশোরী পদ দেব শ্যামলকে সদস্য সচিব নির্বাচিত করে একটি শক্তিশারী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক সভানেত্রী বেগম নাজিয়া শিরিনের নেতৃত্বে এই আহবায়ক কমিটি নির্ধারিত তিন মাস সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গঁ কমিটি উপহার দেবেন।

আহ্বায়ক কমিটির দায়িত্বভার গ্রহনের পর তালাবদ্ধ পাবলিক লাইব্রেরীর তালা খুলে দেয়া হয়েছে। এখন গ্রহ্ণ সুহৃদয় গ্রহ্ণ প্রেমিক-কবি সাহিত্যিক সাংবাদিকদের উ”ছল পদভার ও কল-কাকলিতে মুখরিত মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী। মাছ-গাছের এই আয়োজন ও শুভানুষ্ঠান পাঠাগার পরিচালনায় ইতিবাচক অবদান রাখবে বলে মনে করেন গ্রহ্ণানুরাগি সুধীজন।

অধ্যাপক মোজাফফর আহমদ এর মৃত্যোঃ পাবলিক লাইব্রেরীর শোক সভা।

সন্ধ্যা ছ’টায় মৌলভীবাজাার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দেশের প্রবীনতম রাজনীতিবিদ ন্যাপ সভাপতি, মুক্তিযুদ্ধের সংঘটক, প্রবাসী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফর আহমদ এর মৃত্যুতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী আহ্বায়ক কমিটির উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন পাঠাগার পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিশিষ্ট আইনজীবী কবি ও মানবাধিকার সংগঠক কিশোরী পদ দেব শ্যামল।

প্রধান অতিথি হিসাবে উপন্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব। শোক সভার শুরুতে দাঁড়িতে মরহুমের প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মরহুমের বর্ণাঢ্য কর্ম ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন কবি ও প্রকাশক পুলক কান্তি ধর, মৌমাছি কন্ঠ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কবি ও আইনজীবী ভূষনজিত চৌধুরী মিলন প্রমুখ। বক্তাগণ মরহুমের সততা ও নির্মোহ জীবনের ভূয়শী প্রশংসা কারন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com