পালকিছড়ায় সিডিএসপি-৪০৯ খ্রিষ্টান মিশনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রাক বড়দিন পালন

December 18, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী হাজীপুর ইউনিয়নের পালকীছড়া চা বাগানে সিডিএসপি-৪০৯ প্রকল্প খ্রিস্টান মিশনে প্রাক বড়দিন উৎসব পালন করা হয়।
১৮ ডিসেম্বর রোববার সকাল সাড়ে নয়টায় পালক প্রভোদ রায়ের পবিত্র বাইবেল পাঠ ও উদ্বোধনী প্রার্থনার মাধ্যমে প্রাক বড়দিন উৎসব শুরু হয়।
প্রকল্প পরিচালক শ্যামুয়েল রোকন মল্লিকের সঞ্চালনায় সকাল ১০টায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিতি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, কানিহাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফজল উদ্দীন আহমদ, সাংবাদিক মুজিবুর রহমান, ইউপি সদস্য গনেশ লাল গোয়ালা, ইউপি সদস্য শুকরা ভর, শমশেরনগর ব্যাপ্পিষ্ট চার্চের পালক জোসেফ রাল্ফ প্রমুখ। প্রাক বড় দিন উপলক্ষে প্রজেক্টর দুই শতাধিক শিশুদের মাঝে বড় দিনের উপহার বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে প্রাক বড়দিনের কেক কাটা হয়। সবশেষে প্রজেক্টের ছেলে মেয়েদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ২৫ ডিসেম্বর বড় দিন হলেও শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা দিয়ে শিশুরা ছুটিতে নিজ নিজ বাড়িতে চলে যেতে হয় বলে ১৮ ডিসেম্বর রোববার প্রাক বড়দিন উৎসব পালন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com