কুলাউড়ায় এম এ গণী কলেজে ডিগ্রি স্তরের উদ্বোধন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহ

January 18, 2025,

মাহফুজ শাকিল : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এগুলোতে রাজনীতি ঢুকিয়ে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার সকাল ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এম এ গণী আদর্শ কলেজের ডিগ্রি স্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দেয়া হয়েছে। বাহির থেকে বুঝা যায় না। ছেলে মেয়েরা পড়ছে, পাশ করছে কিন্তু এই পাশের শিক্ষা তাদের জীবনে কাজে আসছে না। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার কাজে হাত দিয়েছি। যে পড়াশোনা আমাদের কাজে আসে না এই পড়াশোনা করে লাভ নাই। এটা মান্দাতা আমলের সিলেবাস। সিলেবাসের পরিবর্তন হতে হবে। বৃহত্তর সিলেট অঞ্চলের প্রতি চরম বৈষম্য হয়েছে। এই অঞ্চলে আপনারা সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রতি জোর দেন। আমাদের পক্ষ থেকে সকল সহযোগিতা পাবেন। তিনি আরও বলেন, এ এন এম ইউসুফ সবাই হতে পারে না। মিলিয়নে একজন জন্মায়।

অনুষ্ঠানে এম এ গণী আদর্শ কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফারুক উদ্দিন আহমদ সুন্দরের সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক শংকর চন্দ্র দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খন্দকার মোঃ আশরাফুল মুনিম, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি মরহুম এ এন এম ইউসুফের পুত্র বিএনপি নেতা এড. আবেদ রাজা। স্বাগত বক্তব্য রাখেন এম এ গনি আদর্শ কলেজের অধ্যক্ষ এ এন আলম, সাবেক অধ্যক্ষ শাহ আলম সরকার, কলেজের সহকারী অধ্যাপক মোতাহের হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সচিব আমিনুল আক্তার, সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: হাসমত উল্লাহ, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জহির উদ্দিন, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুল হক, এম এ গণী আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আব্দুন নূর, সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র দাস, ভাটেরা সাইফুল তাহমিনা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদ হোসেন, রাজনীতিবিদ সারোয়ার আলম বেলাল ও বদরুল হোসেন খান প্রমুখ।

এম এ গণী আদর্শ কলেজের অধ্যক্ষ এ এন আলম জানান, কলেজটি প্রতিষ্টার পর থেকে অত্যন্ত সুনামের সহিত ফলাফলে এগিয়ে থাকলেও রাজনৈতিক কারনে গত ৩০ বছর থেকে কলেজটি ডিগ্রী কোর্সের অনুমোদন পায়নি। বিভিন্নবার আবেদন করা হলেও ডিগ্রীর অনুমোদন মেলেনি এতোদিন। ভিসির আগমন এবং কলেজটি ডিগ্রী স্তরে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টরাসহ এলাকাবাসী আনন্দিত। তিনি জানান, বর্তমানে বিএ ও বিকম দুটি বিভাগ অনুমোদন পেয়েছে। পর্যায়ক্রমে বিএসসি এবং অনার্সও চালু হবার আশা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com