পাহাড়ি ঢলের পানিতে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে বাড়ী নদী গর্ভেঃ ১৪টি পরিবার হুমকির মূখেঃ ৩টি স্থান ঝুঁকিপূর্ণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ নিম্ন চাপের প্রভাবে গত কয়েক দিনে টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জে ধলাই নদীর পানি বেড়ে গেছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে রোববার ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে কমলগঞ্জ পৌরসভার ৫নং উত্তর আলেপুর গ্রামের কবরস্থানের পার্শ্বে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ উপরে তাকা মনাই মিয়ার ১ টি বাড়ী নদীর গর্ভে চলে গেছে। এখানকার প্রতিরক্ষা বাঁধ এলাকার পার্শ্বের সমির মিয়া, কাজল মিয়া, তোতা মিয়া, গনি মিয়া, আহম্মদ মিয়া, ছনর মিয়া, জালাল মিয়া, সমছু মিয়া ও আহাছুন বেগমের সহ ১৪টি পরিবার হুমকির মূখে। এছাড়া উপজেলার কুমড়াকাপন, চৈতন্যগঞ্জ ও করিমপুর এলাকার ৩টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় ধলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ও গৃহহারা মনাই মিয়াকে আর্থিক সহযোগিতা করেন। এছাড়া বৃষ্টির পানিতে কমলগঞ্জের ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের রোপিত আমন ধানের জমি পানিতে থৈথৈ করছে। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির পানিতে এখন ও পর্যন্ত ধানের তেমন ক্ষতি করতে পারেনি। তবে যে সব জমির ধান পড়ে গেছে সেগুলোর ক্ষতি হবে। আমরা পরিসংখ্যান চালিয়েছি, এখন ক্ষতি পরিমান জানানো যাবেনা।
মন্তব্য করুন