পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে : এসএম জাকির হোসাইন

January 15, 2023,

হারিস মোহাম্মদ॥ বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট  বাংলাদেশের যে পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হবে।

একটি জাতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবাইকে স্বপ্ন দেখতে হয়। যেমনিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মধ্যেই বাংলাদেশ নামক রাষ্ট্রকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন দীর্ঘ ২৩ বছর সেই স্বপ্ন লালন করেছিলেন এবং মহান মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সে স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন লালন করেছিলেন তা  আমাদের বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, মৌলভীবাজার জেলার শিক্ষার হার বাড়াতে আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে।

শনিবার ১৪ জানুয়ারি মৌলভীবাজার জেলার জুড়ীতে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবী সংগঠন সানাবিল ফাউন্ডেশন টেক্সাস ইউএসএ এর উদ্যোগে সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলাল, ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোহাম্মদ চৌধুরী, ভলেন্টিয়ার সাইফুল বারী চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জড়ীু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম, জায়েদ আনোয়ার, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার  হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com