পুরস্কার নিচ্ছেন সিএনআরএস কর্মকর্তা মনিরুল ইসলাম ও অন্যরা

July 31, 2024,

বিকুল চক্রবতী\ “ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪।

বুধবার ৩১ জুলাই সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব এর সভাপতিত্বে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ রাজু দেব, ভাইস চেয়ারম্যান মহিলা হাজেরা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির। এ সময় আরো বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান এমএ,  মৎস্যজীবি নেতা মো. পেয়ার আলী ও মো. মিন্নত মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার মৎস্য চাষীদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়।

এ সময় বক্তারা বলেন, হাওরের প্রাণ ধরে রাখতে অচিরেই কিছু উদ্যোগ নিতে হবে তা না হলে অদূর ভবিষতে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে হাইল হাওর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com