পুরোনো রাজনৈতিক বিভাজন এর বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জাতীয় নাগরিক কমিটির
স্টাফ রিপোর্টার : পুরোনো রাজনৈতিক অবস্থায় ফিরে না যাওয়া ও বিভাজন এর বিরুদ্ধে সতর্ক থাকার আহবানে মৌলভীবাজারে জাতীয় নাগরিক কমিটির ‘মৌলভীবাজার রাইজিং’ নামে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রিতম দাশ।
জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের জেলা সার্চ কমিটির সদস্য ফাহাদ আলমের সঞ্চালনায় এ সময় ভাচুয়ালী বক্তব্যদেন কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় আরো বক্তব্যদেন জাতীয় নাগরিক কমিটির সিলেট সার্চ কমিটির সদস্য আবদুর নূর তালুকদার, জুলাই অভ্যুত্থানে আহত দিলাল আহমদ, লিটন আহমদ ও শাহাব উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার চিরস্থায়ী বিলোপ্তি করতে হবে। পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় আর ফিরে যাওয়া যাবে না। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
প্রধান অতিথি প্রীতম দাস বলেন, ‘আমরা নির্বাচনব্যবস্থা, পুলিশ, আমলাসহ সব ক্ষেত্রে সংস্কার চাই। বারবার নির্বাচনের আন্দোলন ব্যর্থ হয়েছে। মানুষের সব আশা নিঃশেষ হয়ে গিয়েছিল। জুলাই অভ্যুত্থান মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। শেখ হাসিনাকে বিদায় করেছি। কিন্তু ফ্যাসিবাদী শাসকেরা যেভাবে বিভাজন সৃষ্টি করেছিল, প্রশাসনের বিভিন্ন স্থানে তাদের লোকজন বসিয়ে রেখেছিল, তারা সক্রিয় হয়ে উঠছে। তারা চাইছে, আমাদের মধ্যে বিভেদ হোক, বিশৃঙ্খলা হোক।’
প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বলেন, ফ্যাসিবাদ বিলুপ্ত করতে প্রয়োজনে আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বর্তমানে দেশে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ সে ফাঁদে পা দেননি।’ দিবেও না।
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় আর ফিরে যেতে চাই না। আমাদের যুদ্ধ হচ্ছে, আমাদের যারা বিভক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদের বিরুদ্ধে।
মন্তব্য করুন