পুলিশের বাধাঁয় মৌলভীবাজারে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড
স্টাফ রিপোর্টার॥ সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিসহ সরকারের অত্যাচার-নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে মৌলভীবাজার জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে।
১৩ মার্চ সোমবার বিকেল ৪ টায় শহরের বড়হাট এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধাঁয় তা পন্ড হয়ে যায়। এ সময় একই স্থানে দাঁড়িয়ে নেতাকর্মীরা নানা শ্লোগানে সামনে আগানোর চেষ্টা করেন।
জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনসার উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মোক্তাদির রাজু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মির্জা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফিজ আহমদ মাহফুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ, সদস্য সচিব আব্দুল জাহেদসহ জেলা ও উপজেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বিক্ষোভে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন যে ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সে ভাবে মানুষের আয় বাড়েনি। বিএনপির আমলে চাল,ডাল আর তেলের মূল্য যা ছিলে এখন তার কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। আজকে তেলের দাম লাগামহীন। যে যার মতো করে তা বিক্রি করছে। এই সরকার চুরি,ডাকাতি, রাহাজানি,বাটপারি করে ক্ষমতা দখল করে আছে। মামলা হামলা দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে। ঘুমন্ত মানুষকে এই অন্যায় ও জুলুম বাজির বিরুদ্ধে সোচ্চার হতে দেশ জুড়ে এরকম বিক্ষোভ সমাবেশ হচ্ছে।
তিনি আরও বলেন সাম্প্রতিক সময়ে টিসিবির ট্রাকের পেছনে দৌড়ানো মানুষ ও মানবতার বির্পযয়ের দৃশ্য উঠে আসছে। দেশের প্রকৃত উন্নয়নের দৃশ্য ওখানেই প্রতিফলিত হচ্ছে। একটি পত্রিকার জরিপে দেখা গেছে দেশের ৮১ শতাংশ মানুষ বিএনপির পক্ষে। এ দেশের মানুষ আর এই জালিম সরকারকে চায় না। রাষ্ট্র জনগণের। যেহেতু জনগণ এই জালিম সরকারকে চায় না। তাই ওই ভোট চোর দখলবাজদের টেনে হিছড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। যারা সম্মান থাকতে ক্ষমতা ছাড়তে চায় না তাদের অপমান করেই বিদায় করতে হবে।
সমাবেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনসার উদ্দিন সহ অন্যান্য বক্তারা বলেন, এই জালিম সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন করে ক্ষমতা থেকে হঠানো ছাড়া কোনো বিকল্প নেই। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার উদাও। সর্বত্রই গ্রাস করেছে সরকারদলীয় দুর্নীতিবাজরা। দলীয় কালোবাজারী সিন্ডিকেটের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণের কারণে আজ দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে।
বক্তারা আরও বলেন এই দানব সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিনই এদেশের মানুষকে সীমাহীন দুঃখ,কষ্ঠ ও দূর্ভোগ পোহাতে হবে। তাই এই দুর্নীতিবাজ সরকারকে হঠাতে মাঠে আন্দোলনের কোনো বিকল্প নেই। সমাবেশে আগত নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার উদাত্ত আহবান জানানো হয়।
মন্তব্য করুন