(ভিডিওসহ) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শহরের শীর্ষ মাদক ব্যাবসায়ী জিতু নিহত

April 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শহরের চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যাবসায়ী মুহিবুর রহমান জিতু নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুমিন উল্লাহ সহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার ২৭ এপ্রিল দুপুর ১ টার দিকে এই ‘বন্দুক যুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ করে জিতু ও সহযোগী শিপন গুলি করে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি করলে জিতু আহত হয়। আহত মাদক ব্যাবসায়ীকে উদ্ধার করে মৌলভীবাজর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে সহযোগী শিপন পালিয়ে যায়।

মাদক ব্যবসায়ীদের বন্দুক যুদ্ধে আহত ডিবি পুলিশের সাবইন্সপেক্টর মুমিন উল্লাহ,কনস্টেবল কবির আহমদ ও সোহেল মিয়া আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী মুহিবুর রহমান জিতুর বিরুদ্ধে ১২টি মাদকের মামলা সহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com