পুলিশ শুন্য মৌলভীবাজার মডেল থানা, পরিত্যক্ত চায়নিজ রাইফেল উদ্ধার

August 12, 2024,

স্টাফ রিপোর্টার॥ ৫ আগষ্ট প্রধান মন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর তার আনুগত্য পুলিশ চরম বেকায় পরে। এর আগে কয়েক দিনের বৈষম্য বিরোধী আন্দোলন চলা কালে পুলিশের গুলিতে কয়েক শত ছাত্র জনতার মৃত্যু  হয়। এছাড়া  ব্যপক ভাবে পুলিশ চালায় গ্রেপ্তার ও নির্যাতন। এরই বহি:প্রকাশ ঘটে ৫ আগষ্ট রাতে মৌলভীবাজার মডেল থানায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায়। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে প্রতিরোধের চেষ্টা। পরে জনতার রোষানলে ঠিকে থাকতেনা পারায় থানার পূর্ব প্রান্তের দেয়াল টপকিয়ে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। পরে বিক্ষুব্ধ জনতা থানা ভবনের বিভিন্ন কক্ষ ও পুলিশের গাড়ি, মটর সাইকেল ভাংচুর করে। ওই রাতে মডেল থানা অরক্ষিত থাকে। এধরনের ঘটনা ঘটে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা থানায়।

উল্লেখ্য ৭ আগষ্ট থেকে থানা পাহাড়া দিচ্ছে সাধারণ মানুষ ও আনসার সদস্য। আনসার সদস্যরা পাহারত অবস্থায় বুধবার বিকেলে থানার পূর্বপাশে একটি চায়নিজ রাইফেল পরে থাকতে দেখতে পায়। পরে তারা তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আনসার ভিডিপির সহকারী জেলা কমানডেন্ট মোঃ ফরিদ আহমদ এর উপস্থিতিতে উদ্ধার করে মৌলভীবাজার পুলিশ লাইনে জমা দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com