পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা শনিবার ২০ মে সন্ধ্যায় ছোট ধামাই মনিপুরী শিল্পকলা একাডেমিতে ঝাঁক জমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক।
জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক আহমদ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আদর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, শাহ মোয়াজ্জেম রুবেল, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল।
উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা যুবলীগ নেতা অহিদ আহমদ, সাইরুল ইসলাম, হাসান তারেক, জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল খায়ের সায়মন, ফ্রান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজী, ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি এ আর সাজেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাসুক আহমদ, লতিবুর রহমান রেজান, সানাউল ইসলাম চৌধুরী শাওন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু প্রমুখ।
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি এর পূর্বে বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জুড়ী (এলজিইডি)’র বাস্থবায়নে আই, আর, আই, ডি, পি-৩ প্রকল্পের আওতায় শিলুয়া পোস্ট অফিস-পশ্চিম শিলুয়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন