পূর্ব লন্ডনে ঘরে মিললো মৌলভীবাজারের এক তরুণের মরদেহ

January 10, 2023,

স্টাফ রিপোর্টার॥ পূর্ব লন্ডনে নিজ ঘর থেকে মৌলভীবাজার সদর উপজেলার মাতাকাপন গ্রামের তরুণ মোহাম্মদ সাইফ উদ্দীনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ জানুয়ারি লন্ডন মেট্রোপলিটন পুলিশ প্লাস্টো এলাকার ঘর থেকে তার মরদেহ যুক্তরাজ্য সময় গভীর রাতে উদ্ধার করে।

পুলিশের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মরদেহ নিউহাম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সাইফ উদ্দীন দীর্ঘ ১৩ বছর ব্রিটেনে বসবাস করলেও বিভিন্ন বাধা পেরিয়ে কিছু দিন বৈধভাবে বসবাসের অনুমতি পান। শিগগিরই তার দেশে ফেরার কথা ছিল। সাইফ সদালাপী ও বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন।

সাইফের নিকটাত্মীয় মঙ্গলবার জানান, পোস্টমর্টেম শেষ মরদেহ কখন পাওয়া যাবে তার ওপর নির্ভর করে লন্ডনে জানাজার সময় নির্ধারণ করা হবে। পরে মরদেহ দেশে পাঠানো হবে। সাইফ উদ্দীনের চাচাতো ভাই রিপন আহমদ জানান, চার ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন তৃতীয়। তাদের একমাত্র বোন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সাইফের মা-বাবা ছেলেকে হারিয়ে শোকে বিহবল।

সাইফের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মাতাকাপন গ্রামে। সাইফের চাচা ইসরাইল মিয়া চাঁদনীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com