পৃথক পৃথক কর্মসূচিতে কমলগঞ্জে দুটি চা বাগানে নারী শ্রমিকদের ও উপজেলা প্রশাসনে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

March 9, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও কুরমা চা বাগানে নারী চা শ্রমিকদের শোভা যাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ পালিত হয়েছে।
বুধবার ৮ মার্চ সকাল দশটায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের নারী চা শ্রমিকদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শমশেরনগর চা বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়। পরে নারী নেত্রী ও সাবেক ইউপি সদস্য মেরী রাল্ফের সভাপতিত্বে ও লসমন মাদ্রাজীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। সভায় নারী চা শ্রমিকদের নানা দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরী, ইউপি সদস্য সীতারাম বীন, নির্মল দাশ পাইনকা, লছমি কুমার রাজভর, আশা অরনাল ও মোহন রবিদাস।
এদিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী মুন্না রায়, প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমেদ, কিশোর কিশোরী ক্লাব সদস্য কলি দেব রায়, মর্জিনা আক্তার, রুহি আক্তার পপি, মুনতাফা জান্নাত প্রমুখ।
অপরদিকে বুধবার বিকাল চারটায় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিযনের কুরমা চা বাগানে নারী নেত্রী চা শ্রমিক সন্তান গীতা রানী কানুর উদ্যোগে আয়োজিত নারী চা শ্রমিকদের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com