(ভিডিওসহ) পৃথিমপাশা নবাব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

August 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নবাব বাড়িতে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। ডাক ঢোল বাজিয়ে দুই বছর পর ছুরি মাতমের মাধ্যমে কারবালা প্রান্তরে গিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দশ দিনের আশুরার সমাপ্তি হয়। লোকসমাগম ছিল চোখে পড়ার মত। কোভিড-১৯ কারনে গত দুই বছর হোসেনি দালান থেকে কারবালা প্রান্তরে যাওয়া হয়নি।
৯ আগস্ট মঙ্গলবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নবাব বাড়ি থেকে ১০ মহরম বিকেল ৫টায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়ে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে আলী আমজদ স্কুল এন্ড কলেজের সামনে পদ্মদিঘীর পার ময়দানে এসে ছুরি মাতমের মাধ্যমে শেষ হয়।
সাড়ে ৩শত বছরের পূরনো ঐতিহ্যকে ধরে রেখে পৃথিমপাশার নবাব পরিবারের মোতাওয়াল্লি সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান এর নেতৃত্বে এলাকার শিয়া সম্প্রদায়ের শতাধিক লোক সহ ছুন্নী সম্প্রদায়ের লোকদেরও আশুরায় ছুরি মাতম করতে দেখা যায়। করোনা ভাইরাসের কারনে সরকারের নিষেধাজ্ঞা থাকায় গত দুই বছর এমন ঘটা করে আশুরা পালিত হয়নি। তবে এবছর কোনও বাধা না থাকায় হাজার হাজার লোক সমাগম ঘটে। এউপলক্ষে প্রচুর দোকান পাঠ ও মেলা বসে।
এবছর মিছিলে হাতি ছিলনা। এছাড়াও একই উপজেলার টিলাগাঁও সাহেব বাড়িতেও ছুরি মাতমসহ অনুষ্ঠানাদি সম্পন্ন হয়েছে।
পৃথিমপাশা স্টেইট এর মোতাওয়াল্লি সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাছ খান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com