পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা

April 17, 2025,

স্টাফ রিপোর্টার : মাদক সেবন করে গাড়ি চালাবেন না, সড়ক আইন মেনে গাড়ি চালাবেন, একটু ভুলের কারণে ঘটতেপারে বড় ধরনের দুর্ঘটনা, সড়কে চালকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকালে জেলা প্রশাসন ও বিআরটি এর আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে মৌলভীবাজারে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক এসব কথা কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, গাড়ি চালালে সাবধানে চালাতে হবে। নিধারিত স্থান ছাড়া গাড়ি থামানো যাবে না। নিধারিত গতিসীমা না মেনে গাড়ি চালানো যাবে না। ওভারটেকিংটা সর্তকতার সহিত করতে হবে। কোনভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। মানুষের জীবন অনেক মূল্যবান। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে। বিআরটিএ কোনো অদক্ষ চালকের হাতে লাইসেন্স তুলে দেয় না। পেশাগত ড্রাইভারদের সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এর আগে প্রধান অতিথি কর্মশালার শুভ উদ্বোধন করেন।

মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মোটযান পরিদর্শক মো: সেলিম হাসান এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. মুরাদে আলম, পুলিশ পরিদর্শক মো: কামরুল হাসান, সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। প্রশিক্ষণে প্রায় ২০০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com