পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূণর্মিলনী উৎসবে প্রবাস থেকে প্রচুর প্রাক্তন ছাত্ররা যোগ দিচ্ছেন

December 5, 2017,

রাকিব রুহেল॥ ঐতিহ্যববাহী মৌলভীবাজার পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ জানুয়ারীর এসো মিলে মিশে এক হই নতুন আর পুরাতনে গৌরবের ৪০ বৎসর পূণর্মিলনী উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সম্প্রতি বৃটেনের লন্ডনের ক্যাফে ব্রীকলেন রেস্টুরেন্ট হল রুমে প্রাত্তন ছাত্রবৃন্দদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃটেনের কমিউনিটি সংগঠক ও স্কুলের প্রাত্তন ছাত্র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং জিবি নিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক স্কুলের প্রাত্তন ছাত্র রাকিব এইচ রুহেল ও স্কুলের প্রাত্তন ছাত্র হিরু কোরেশী এর যৌথ সঞ্চলনায় মতবিনিময় সভা স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্রবৃন্দরা উপস্থিত থেকে সুচিন্তিত মতামত সহ বক্তব্য রাখেন প্রাত্তন ছাত্র তুহিন আহমেদ ,রেজউয়ান আহমেদ, আব্দুল আজিজ বারী. মোহাম্মদ সোহাগ চৌধরী. মোহাম্মদ ইকবাল আহমেদ, শাকের আলম, মতিউর রহমান সালেহ. তুফায়েল আহমেদ ,কাজী আব্দুস সামাদ ইপু. মো: আবুল হোসেন , আব্দুল লাতিফ , জলিল উদ্দিন চৌধরী , রাসেল খানঁ. মোহাম্মদ শিপু আহমেদ,সালমান শেখ নুরুল ,মহাব্বত হোসেন , সাজ্জাত আহমেদ ও শাহীন আহমেদ সহ প্রমুখ।। মতবিনিময় সভায় পূণমিলনী উৎসব সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করা ও স্কুলের উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয় নিয়ে আলোচনা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াাত করেন প্রাত্তন ছাত্র ইকবাল আহমেদ.। সভার সীদ্দান্ত অনুযায়ী স্কুলের রি -ইউনিয়নে যোগ দিতে প্রচুর প্রাক্তন ছাত্র- ছাত্রীরা টিকেট কনফার্ম করে দেশে আসার প্রস্তুতি গ্রহন করেছেন। যারা আসতে পারছেন না তারা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে ইতিমধ্যে অনেক ছাত্র-ছাত্রীরা পূণর্মিলনী উৎসবে রেজিস্ট্রেশন করে ফেলেছেন।
উল্লেখ্য আগামী ৬ জানুয়ারী দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে পুণমিলনী উৎসব শেষে আগামী এপ্রিল মাসে লন্ডনে ও মৌলভীবাজার পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূণর্মিলনী উৎসব করার ও সীদ্দান্ত গৃহীত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com