(ভিডিওসহ) পৌর মেয়রের উদ্যেগে সাইফুর রহমান সড়কে ৪শ ফুট ড্রেনের জায়গা উদ্ধার

December 4, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এস সাইফুর রহমান সড়কের চম্পালাল বিল্ডিং এর উত্তর পাশে সড়কের সাথে প্রায় চারশ’ ফুট ড্রেনের জায়গা উদ্ধার করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। শুক্রবার ৩ ডিসেস্বর সকাল থেকে পৌর মেয়র এর সার্বক্ষণিক উপস্থিতিতে এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
শুক্রবার সরেজমিনে গেলে দেখা যায় পৌর মেয়র ও কাউন্সিলরের উপস্থিতে ৩৫ থেকে ৪০ বছরের পূর্বে স্থাপন করা ড্রেনের অস্তিত্ব সাবোল ও কুদাল কুঁড়ে বের করছে বেশ কিছু শ্রমিক। দোকান কোটার মালিক ও ভাড়াটিয়া এতোদিন এই ড্রেনকে টাইলস ও ঢালাই করে তাদের দখলে নিয়ে ব্যবহার করে আসছিল। ফলে ড্রেনের অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছিল। বিলীন হয়া ড্রেন দীর্ঘদিন পৌর কর্তৃপক্ষ উদ্ধারে কোন উদ্যেগ নেয়নি। ফলে পানি নিষ্কাষন না হওয়ায় ঘন ঘন রাস্তা ভেঙ্গে যেত।
এ ব্যাপারে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, শহরের প্রতিটি সড়কের পাশেই অতীতে পানি নিষ্কাষনের জন্য ড্রেন ছিল। কিন্তু ক্রমান্বয়ে আশেপাশের দোকানদাররা সিড়িসহ বিভিন্ন কৌশলে এসব ড্রেনের জায়গা ভরাট করে তাদেন দখলে নেন। ক্রমান্বয়ে শহরের বাকী ড্রেনগুলো উদ্ধার করা হবে বলে মেয়র জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com