প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে পালিত হবে মহান একুশ
ফান্স প্রতিনিধি॥ প্রথম বারের মত ফ্রান্সের মানবাধিকার চত্বর খ্যাত ঐতিহাসিক “রিপাবলিক চত্বরে” অস্তায়ীভাবে নির্মিত শহীদ মিনারের পাদ দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারী মহান “শহীদ দিবস”। এদিন দুপুর দুইটায় অস্তায়ী শহীদ বেদীতে ৫২র ভাষা আন্দোলনের বীর শহীদদের সম্মানে পুষ্প স্তপক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্ম সূচী শুরু হবে। এখানে ফ্রান্সের বিভিন্ন বাংলাদেশী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংঘটনের পক্ষ থেকে পূষ্প স্তপক অর্পণ করা হবে। এসময় ফ্রান্স সরকারের কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তারও উপস্তিত থাকার কথা রয়েছে। একুশের অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে র্যালি, শত কন্ঠে একুশের গান, একুশের কবিতা, ছোট বাচ্ছাদের একুশের ছড়া, প্রবাসে একুশ ও আগামী প্রজন্ম শীর্ষক আলোচনা সভা।
ফ্রান্সে বসবাসরত নানা জাতিগুষ্টীর কাছে মানবাধিকার চত্বর বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতিবাদের স্তান হিসাবে পরিচিত। আর এ ঐতিহাসিক চত্বরে প্রথমবারের মত শহীদ দিবস উদযাপনের মধ্য দিয়ে ফ্রান্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক অনন্য উচ্চতায় স্তান করে নেবে বলে বিশ্বাস করেন সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ,ফ্রান্স। এছাড়া ঐতিহাসিক এ চত্বরটি প্যারিসের একেবারে কেন্দ্রে অবস্তিত হওয়ায় সর্ব সাধারণের পক্ষে অতি সহজে এখানে পৌঁছা সম্ভব হবে বলে মনে করেন তারা। অন্যদিকে এবার একুশে ফেব্রুয়ারী সপ্তাহের প্রথম কর্ম দিবস সোম বার হওয়ায়, সর্ব সাধারণের কথা বিবেচনা করে রিপাবলিক চত্বরকে বেঁছে নেয়া হয়েছে বলে জানিয়েছেন, সম্মিলিত একুশ উদযাপন পরিষদ, ফ্রান্স। তারা সর্ব স্তরের বাংলাদেশীদের এখানে এসে শহীদদের সম্মান জানতে আহ্বান জানিয়েছেন।
এছাড়া বাংলাদেশ দূতাবাস ফ্রান্সও দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসুচী পালন করবেন। তারা সকল বাংলাদেশীদের দূতাবাসের কর্মসূচীতে অংশ গ্রহনের আমন্ত্রণ জানিয়েছেন।
মন্তব্য করুন