প্যারিসে “পথযাত্রী” ওয়েব ফিল্মের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সৈয়দ মুন্তাছির রিমন প্যারিস থেকে॥ জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর লক্ষ্যে ঘর ছাড়া কিছু যুবকের মৃত্যুর মুখোমুখি দাঁড়াবার গল্প নিয়ে আমাদের প্যারিস প্রোডাকশন থেকে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম”পথযাত্রী”। বিশ্বে অপরাধ জগতের নতুন অধ্যায় মানবপাচার যারা পাচার হয় তারা মানব সন্তান। কেউ জীবিকার তাগিদে, কেউ নিরাপত্তার কারণে। দেশান্তরি মানব গুলো নিজ দেশ থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে দালাল চত্রেুর খপ্পরে পড়ে। আর পথিমধ্যে এই সুযোগে মানুষের অসহায়ত্বকে পুজীঁ করে উংপেতে থাকা মানবপাচারকারীরা জেগে উঠে। যেখানে প্রতিটি ধাপে ধাপে জীবন মৃত্যুর শঙ্খা অবধারিত। এরকম বাস্তবতার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পথযাত্রী‘ বলে জানান চলচ্চিত্রটির পরিচালক সৈয়দ সাহিল।
২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্যারিসে একটি হলে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ছবিটির প্রযোজক, শাহ্ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম বলেন, দালালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পথে ইউরোপে প্রবেশ কে নিরুৎসাহ করতে এই চলচ্চিত্রটি তৈরী করা করা হয়েছে। এই ছবিটির মূল বার্তা হচ্ছে দালালের খপ্পরে পড়ে মৃত্যু ঝুঁকি নিয়েও দেশান্তরী যেন না হয় কেউ। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকূশলীরা।
এই ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন,বাংলাদেশি অটিটি প্লাটফমের এ সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান, যিনি বর্তমান সময়ে অনেক জনপ্রিয় ফিল্মে তাঁর বিমুগ্ধকর অভিনয়ের কারণে আলোচিত ও প্রশংসিত হয়েছেন। ফিল্মে আরও অভিনয় করেছেন প্যারিসের পরিচিত মুখ আরিফ খান, ফাহাদ পারভেজ, মেতিউজ গমেজ, সজিব, শেখ নয়ন, ফরাসি অভিনেতা এন্তনি, অলি সহ আরো অনেকে। ফিল্মের টাইটেল সং “শেষফেরা” গানের সুর ও কণ্ঠে রয়েছে ইমতিয়াজ রনি এবং সঙ্গীতায়োজন ও আবহ সংগীত পরিচালনায় রয়েছেন ভিকি রায়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মোফাজ্জল হোসেন অপূর্ব।
এর আগে ছবিটি প্রর্দশন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ , কমিউনিটি নেতা টিএম রেজা, আমাদের কথা প্রকাশক মরিয়ম খাতুন, কাউন্সলর রাব্বানী খান, সংগীত শিল্পি আরিফ রানা, আমাদের প্যারিস প্রোডাকশন হাউজের পরিচালক মোঃ মশিউর রহমান কাজল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
এই ওয়েব ফিল্মটি বাংলাদেশসহ ইউরোপের বিভিন্ন লোকেশন চিত্রায়িত হয়েছে। আগামী ১ নভেম্বর আমাদের প্যারিস ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি।
মন্তব্য করুন