প্রকল্প ব্যয় ৭১ কোটি টাকা বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন
বড়লেখা প্রতিনিধি॥ কুলাউড়া-বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের অভারলে, সংস্কার ও পৌর শহরের ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৭ মে সোমবার বিকেলে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বড়লেখা পৌরশহরে সড়কে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। সড়ক বিভাগের বাস্তবায়নে তিনটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নাধীন এ সংস্কার কাজে সরকারের ব্যয় হবে প্রায় ৭১ কোটি টাকা।
এ সময় সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি হাজী আলা উদ্দিন ডিলার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন,
সদর ইউপি চেয়ারম্যানে সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল আহমদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন