প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পাতাকুড়ির দেশ পত্রিকার অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতি। বিগত ১১/২/২০২৫ ইং পাতা কুঁড়ির দেশ পত্রিকার অনলাইনে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির কমিটির ব্যর্থতা শিরনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান আইনজীবি সমিতির পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জয়নুল হক।
তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন ‘পাতা কুঁড়ির দেশ’ পত্রিকায় বিগত ১১/০২/২০২৫ ইং তারিখের প্রকাশিত সংবাদে “বর্তমান কমিটি বিগত দিনে জেলা বার পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে”। উক্ত সংবাদটি সঠিক নয়। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি অনেকগুলো কাজ করেছে। যেমন দুর্নীতি দমন, টাউট নির্মূল সহ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) বছরের পুরাতন জরার্জিন ২নং বার ভবন ভেঙ্গে পুন: নির্মাণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। একই ভাবে ১নং বার ভবনের ৪র্থ তলায় ১৩টি চেম্বার ৩নং বার ভবনে মোটর সাইকেল সেড নির্মাণ সহ অনেকগুলো সংক্ষার মূলক কাজ করেছে।
আরো উল্লেখ করা হয়েছে যে, বার্ষিক নৈশভোজে বাংলাদেশের মাননীয় অ্যার্টনী জেনারেল জনাব মোঃ আসাদুজ্জামান সাতেলের উপস্থিতিতে আমি সম্পাদনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে।
উপরোক্ত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক মানহানিকর, উপরোক্ত মিথ্যা সংবাদের কারনে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী সমিতির সম্পাদকের মানহানি ঘটেছে।
একই ভাবে “জেলা জজ ও জর্জ শিপের সকল কর্মকর্তাগন, জেলা প্রশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সুপার উপস্থিতি ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির একাধিক মেয়াদের সভাপতি বার কাউন্সিল ডি অঞ্চলের নেতা সিলেট জেলা আইনজীবী ফোরামের নেতা এ.টি.এম ফয়েজ উদ্দিনকে অসম্মান করেছেন জেলা বারের সাধারণ সম্পাদক মোঃ জয়নুল হক”। উপরোক্ত বক্তব্য সম্পূর্ণ কাল্পনিক মিথ্যা ও মানহানিকর।
অনুষ্ঠান পরিচালনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা নেতা অতিঃ পিপি, ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম ও কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট জাহেদুল হক কচি-কে অবজ্ঞা, অবহেলা অপমান করা হয়েছে মর্মে সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
আপনার পত্রিকায় আরো উল্লেখ করা হয়েছে যে, জেলা বারের নৈশ ভোজের খাবারের মান নিম্ন মানের ছিল। এই সংবাদেরও তীব্র প্রতিবাদ জানাই। প্রচলিত প্রথা ও রেওয়াজ মোতাবেক কমিটি ছাড়া সিনিয়রদের পক্ষ থেকে বক্তব্য দেয়ার সুযোগ ছিলনা। উপরোক্ত বক্তব্য সমূহ দ্বারা মৌলভীবাজার জেলা আইনজীবী সহ বারের সাধারণ সম্পাদকের সম্মানহানি ঘটিয়াছে।
উপরোক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ও সময় স্বল্পতার কারণে সিনিয়রদের বক্তব্য দেয়ার সুযোগ ছিল না। উপরোক্ত বক্তব্য সমূহ দ্বারা মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি ও বারের সাধারণ সম্পাদকের সম্মানহানি ঘটিয়াছে। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে আমি এই সংবাদের তীব্র পতিবাদ জানাই।
অ্যাডভোকেট মোঃ জয়নুল হক
সাধারণ সম্পাদক
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির।
মন্তব্য করুন