প্রচন্ড খরতাপে অতিষ্ট রাজনগরের জনজীবন আক্রান্ত বৃদ্ধ ও শিশু, বিপাকে দরিদ্র কৃষককুল

August 5, 2016,

রাজনগর প্রতিনিধি॥ প্রচন্ড খরতাপ ও বৈরী আবহাওয়ার কারণে অতিষ্ট রাজনগরের জনজীবন। হঠাৎ করে অত্যধিক জলীয় বাস্প যুক্ত আদ্র বাতাসের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানাযায়। মাত্রাতিরিক্ত এ গরমে উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃদ্ধ এবং শিশুরা বেশী আক্রান্ত হচ্ছেন। এদিকে বৈরী এ পরিস্থিতিতে চরম বিপাকে পরেছেন দরিদ্র কৃষককুল। উপজেলার ভাটি অঞ্চলে জলাবদ্ধতা এবং উজানে অনাবৃষ্ঠির কারণে আমন ধান চাষ করা অসম্ভব হয়ে পরেছে।

       স্থানীয় সূত্রে জানাযায়, হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার বৃদ্ধ ও শিশু বয়সিরা  সমস্যায় রয়েছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে জ্বর, নিমোনিয়া, সর্দি-কাশি জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালে এ সমস্যা জনিত কারণে রোগী ভর্তি তেমনটা না হলেও আউট ডোরে রোগিরা চিকিৎসা নিচ্ছেন বলে জানাযায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও চলমান তাপমাত্রা অব্যাহত কিংবা বৃদ্ধি পেলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে অনেকেই আশংকা করছেন।

        এদিকে বৈরী এ আবহাওয়ার কারণে বিপাকে পরেছেন উপজেলার দরিদ্র কৃষককুল। উপজেলার ভাটি অঞ্চলে জলাবদ্ধতা এবং উজানে অনাবৃষ্ঠির কারণে পানি শূন্যতা কৃষকদের আমন চাষে দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। জলাবদ্ধতার কারণে প্রায় দেড় হাজার হেক্টর আমন ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। টানা অনাবৃষ্ঠির কারণে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে আমন ফসল উৎপাদন হুমকির মধ্যে রয়েছে। প্রকৃতি নির্ভর এ কৃষি ব্যবস্থায় চরম হতাশার মধ্যে রয়েছে রাজনগরের শতশত কৃষক পরিবার। চলতি বছরে উপজেলায় মোট ১২ হাজার ৫২০ হেক্টর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৩ হাজার ৫৪৩ মেঃ টন।

       বিছইনকীর্তি গ্রামের আব্দুর রহমান সোহেল জানান, বৈচিত্রপূর্ণ এ আবহাওয়ার কারণে আমার কিছু জমি অনাবৃষ্ঠির ফলে শুকিয়ে গেছে এবং কিছু জমি জলাবদ্ধতার কারণে এবার আবাদ করা যাচ্ছেনা। এলাকায় এ ধরণের সমস্যায় রয়েছেন শতশত দরিদ্র কৃষক পরিবার। অতীতে কখনো একই কৃষক পরিবারের জমি এক সাথে জলাবদ্ধতা ও অনাবৃষ্ঠি জনিত কারণে চাষ হয়নি এমনটা শুনা যায়নি।

       মৌলভীবাজার আবহাওয়া অফিস জানায়, হঠাৎ করে অত্যধিক জলীয় বাস্পযুক্ত আদ্র বাতাসের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনের গড় তাপমাত্রা ৩৭-৩৯ ুডিগ্রী সে:সি’র মধ্যে ছিল। দু-একদিনের মধ্যেই বৃষ্ঠি হবে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।

   রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ জানান, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ বয়সি ও শিশু বয়সিরা একটু সমস্যায় রয়েছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে জ্বর, নিমোনিয়া, সর্দি-কাশি এসব সমস্যা বেড়েছে। তবে চিন্তার কোন কারণ নাই। যেকোন সময় যেকোন বয়সের রোগী আসলে তাৎক্ষনিক যথাযত সেবা দেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com