প্রচন্ড তাপদাহে অতিষ্ট রাজনগরের জনজীবন আক্রান্ত বৃদ্ধ ও শিশু বিপাকে দরিদ্র শ্রমজীবিরা

May 27, 2017,

রাজনগর প্রতিনিধি॥ প্রচন্ড তাপদাহে ও বৈরী আবহাওয়ার কারণে অতিষ্ট রাজনগরের জনজীবন। হঠাৎ করে অত্যধিক জলীয় বাস্প যুক্ত আদ্র বাতাসের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানাযায়। মাত্রাতিরিক্ত এ গরমে উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃদ্ধ এবং শিশুরা বেশী আক্রান্ত হচ্ছেন। এদিকে বৈরী এ পরিস্থিতিতে চরম বিপাকে পরেছেন দরিদ্র শ্রমজীবিরা। প্রচন্ড তাপদাহের কারণে দরিদ্র শ্রমিক ও কৃষককুলের অনেকেই ঘরের বাইরে যেতে সাহস পাচ্ছেন না।
রাজনগরের বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানাযায়, হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার স্কুলগামী শিক্ষার্থী, দরিদ্র কৃষক-শ্রমিক শ্রেণির মানুষ, বৃদ্ধ ও শিশু বয়সিরা  সমস্যায় রয়েছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে জ্বর, নিমোনিয়া, সর্দি-কাশি জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালে এ সমস্যা জনিত কারণে রোগী ভর্তি তেমনটা না হলেও আউট ডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের ভীড় রয়েছে বলে জানাযায়। চলমান তাপমাত্রা অব্যাহত কিংবা বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে অনেকেই আশংকা করছেন। মৌলভীবাজার আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, গতকালের(২৭ মে) গড় তাপমাত্রা ছিল ৩৬ডিগ্রী সেলসিয়াস। তবে দু-এক দিনের মধ্যে বৃষ্ঠি হলে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলে আবহাওয়া অফিস জানায়।
রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ উত্তম শর্ম্মা জানান, তাপমাত্রা বৃদ্ধি পেলেও বৃদ্ধ বয়সি ও শিশু বয়সিদের উল্লেখ করার মতু সমস্যা এখনও সৃষ্ঠি হয়নি। তবে জ্বর, নিমোনিয়া, সর্দি-কাশি এসব সমস্যা জনিত কারণে রোগীরা সব সময়ই চিকিৎসা নিতে আসছে। এতে চিন্তার কোন কারণ নাই। যেকোন সময় যেকোন বয়সের রোগী আসলে তাৎক্ষনিক যথাযত সেবা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com