প্রজন্ম ৭১ ফ্রান্স এর আয়োজনে প্যারিসের রিপাবলিকে মোমবাতি প্রজ্জলন

March 26, 2018,

মোহাম্মদ আব্দুল মুহিব ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ২৫ শে মার্চ জাতীয় গনহত্যা দিবসকে আন্তর্জাতিক গনহত্যার সীকৃতি আদায়ের লক্ষ্যে গনজমায়ের ও মমবাতি প্রজ্জলনের আয়োজন করে প্রজন্ম ৭১ ফ্রান্স।
বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসেবে সীকৃতি প্রদানের জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতি আহব্বান জানান।তারা এই সীকৃতি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।প্রজন্ম ৭১ এর আবব্বায়ক নিয়াজ উদ্দিন চৌধুরী হীরার সভাপতিত্বে সদস্য সচিব আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগ সহসভাপতি সুনাম উদ্দিন খালিকূসালেহ আহমদ চৌধিরীূএম এ সহিদ তাহেরূ আশরাফুল ইসলাম ূনুরুল আবেদীন ূজসিম উদ্দিন ফারুকূসাহ নেওয়াজ রানাূ সরফ উদ্দিন সপন শাজাহান শাহীূ আতিকুজ্জামান ূহাসান সিরাজূ আকিল ইব্রাহীমূ হাসান আহমদূ কামাল আহমদ ূআজমল হোসেনূলাবু চৌধুরীূ খায়রুল আলম মাজেদূ মতিউর রহমানূমান্নান আহমদূরাজন আহমদূ জসিম উদ্দিনূ জুবেল মিয়া এরশাদ আহমদূ সামাদ আহমদূ দবির মিয়া আতিকুর রহমানূব্লগার অপুবর্ রায়,ব্লগার মারজান প্রধান,লেখক মোলাজ্জেম হোসেন তারা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com