প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে…
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে উপজেলার মোহাজেরাবাদ গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অর্ধশতাধিক জীবন্ত লেবু ও কলাগাছ কর্তনের অভিযোগ উঠেছে।
এবিষয়ে লেবু বাগান মালিক নানু মিয়া ও মেন্দি মিয়া শ্রীমঙ্গল থানায় ইব্রাহিম শেখকে প্রধান আসামী করে ১৬জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৮ ফেব্রুয়ারী শনিবার রাতের কোন এক সময় শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ গ্রামের নানু মিয়া ও মেন্দি মিয়ার লেবু বাগানের এসব গাছ কর্তন করা হয়। এর আগে শুত্রুবার রাতে কিছু গাট কাট হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহাজেরাবাদ গ্রামের ওসমান গণির ছেলে নানু মিয়া ও মেন্দি মিয়া ১৯৮৫সালে একই গ্রামে মৃত মাহতাব মিয়ার কাছ থেকে ক্রয়সূত্রে মালিক বিদ্ধমান হয়ে বালিশিরা মৌজার,জেএল নং-৭০/১০৮,দাগ নং-৬২৩২৪,খতিয়ান নং-১, এর মোট ১২০ শতক ভূমিতে লেবু,কলা ও আনারস চাষ করে ভোগদখল করে আসছিলেন।
সম্প্রতি ইব্রাহিম শেখ লেবু বাগান মালিক মেন্দি ও নানু মিয়া কাছ চার বছরের জন্য মৌখিকভাবে লীজ গ্রহন করেন। লীজের মের্য়াদ উর্ত্তীণ হওযায় লেবু বাগানটি ছেড়ে দেওয়ার জন্য বিষয়টি ইব্রাহিম শেখকে জানাইলে বাগান দখল ছাড়বে বলে সে জানায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে ইব্রাহিম শেখ গংরা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির করার অপচেষ্টায় লিপ্ত হয়ে থাকে। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক হলেও কোন সূরাহা হয়নি। এনিয়ে এলাকায় উত্তেজনায় চলছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে ।
শনিবার রাতে ইব্রাহিম শেখ গংরা পতিপক্ষকে ফাঁসাতে গিয়ে রাতে আধাঁরে প্রায় অর্ধশতাধিক লেবু ও আনারস,কলাগাছ কর্তন করেন উল্টো শ্রীমঙ্গল থানায় নানু মিয়া ও মেন্দি মিয়ার অভিযোগ দায়ের করেন।
লেবু বাগান মালিক নানু মিয়া ও মেন্দি মিয়া জানান, চারবছর আগে ইব্রাহিম শেখ লেবু ও আনারস চাষের জন্য বাৎসরিক ১০হাজার টাকার মাধ্যমে মৌখিকভাবে আমাদের কাছ থেকে লিজ নেয়। তিনি আরও জানান, লিজের মের্য়াদ শেষ হওয়ায় লেবু ও আনারস বাগানটি ছেড়ে দেওয়ার জন্য ইব্রাহিম শেখকে জানাইলে সে বাগান ছাড়বে না বলে আমাদেরকে জানাই।
এনিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সালিশে নিষ্পত্তির চেষ্টা করলেও ইব্রাহিম শেখ গংরা সালিশ প্রত্যাখান করেন। তারা আমাদের বাগানটি দখল করার জন্য এই পাঁয়তারা চালাচ্ছেন বলে তারা জানান।
লেবু ও আনারস,কলাগাছ কর্তনকারী ইব্রাহিম শেখ’র কাছে জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীমঙ্গল মোহাজেরাবাদ এলাকায় সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান,ভূমি নিয়ে বিরোধ থাকতে পারে,কিন্তু গাছের সাথে বিরোধ না। তিনি আরও জানান, ইব্রাহিম শেখ গংরা লেবু বাগান দখল করার জন্য উল্টো নানু মিয়া ও মেন্দি মিয়াকে ফাঁসাতে এসব গাছ কর্তন করেছে।
মন্তব্য করুন