(ভিডিও সহ) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সর্ববৃহত ধর্মীয় উৎসব দূর্গা পূজা শেষ হলো
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার ৩০ সেপ্টেম্বর বিকেলে জেলার বিভিন্ন উপজেলার পূজা মন্ডপ গুলো থেকে ট্রাকে করে “মা দূর্গা”কে তুলে শহর প্রদক্ষিণ করে নিজ নিজ এলাকায় বিসর্জন দেওয়া হয়।
মৌলভীবাজার শহরের পূজা মন্ডপগুলোর প্রতিমা শহরের চাঁদনীঘাট এলাকায় মনু নদীতে বিসর্জন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পিষূণ কান্তি রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মা দূর্গাকে বিদায় জানাতে সনাতন ধর্মাবলম্বীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ও বিল্ডিংয়ের উপরে উঠে শেষ বারের মতো বিদায় জানাতে ছোট-বড় সকল ভক্তদের সমাগম ঘটে।
মন্তব্য করুন