(ভিডিওসহ) প্রথমবারেই জয়ী হয়ে আলোড়ন সৃষ্টি করলেন নাদেল ও জিল্লুর
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-২ (কুলাউড়া) ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে প্রথমবারেই বিপুল ভোটে বিজয়ী হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ও আরেক নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
রবিবার ৭ জানুয়ারি রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে তাদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
ফলাফলে দেখা যায়, মৌলভীবাজার-২ আসনে নাদেল ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) পেয়েছেন ৬৬৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক পেয়েছেন ৫৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব পেয়েছেন ৩০৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু পেয়েছেন ১৬১ ভোট।
অন্যদিকে মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট।
জানা যায়, কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা এলাকার কৃতী সন্তান শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্যদিয়ে। এরপর তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সবশেষ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পরে ২০১৯ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে বর্তমানে দুই মেয়াদে এই পদে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে রয়েছেন নাদেল।
অপরদিকে ১৯৭৮ সালে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের এক সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করা মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের অন্যতম কাঁচ উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি যুক্তরাজ্যের সিআইএস থেকে এমবিএ, বিএসসি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। খুব কম সময়ে নিজের দক্ষতায় বাংলাদেশের একজন স্বনামধন্য তরুণ উদ্যোক্তা হয়ে উঠেন।
মন্তব্য করুন