(ভিডিওসহ) প্রথমবারের মতো শ্রীমঙ্গলে সাইক্লিং ও রানিং প্রতিযোগিতা অনুষ্ঠিত : অংশ নিয়েছে ২৩৬ জন সাইক্লিস্ট
বিকুল চক্রবর্তী॥ “মাদক বিরোধী ও পরিবেশ রক্ষায় সোচ্চার হই” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার অনুষ্ঠিত হতে গেলো সিলেট বিভাগে প্রথমবারের মতো ডুয়াথলন রেস (সাইক্লিং ও রানিং)। “ডুয়াথলন শ্রীমঙ্গল চ্যালেঞ্জ ২০১৯“ নামের সাইক্লিং ও রানিং প্রতিযোগীতায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত মোট ২৩৬ জন সাইক্লিস্ট। এদের মাঝে ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত ২৪ জন নারী সাইক্লিস্ট।
আয়োজক জালাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লন্ডনস্থ বিসিএর সভাপতি মো. কামরুজ জামান জুয়েল জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছেন রংপুরের রকিবুল ইসলাম এবং রানার আপ হয়েছেন গোপালগঞ্জের তাম্মাদবিন ফয়েজ ও তৃতীয় শ্রীমঙ্গলের মনসুর রহমান।
২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল জেলাপরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
উৎসবমুখর পরিবেশে শহরের শ্রীমঙ্গল-লাউয়াছড়া সড়ক হয়েমোট ২২ কিলোমিটার ব্যাপী এই ডুয়াথলন প্রতিযোগীতারা স্থানীয় আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া বাজার এবং কালিঘাট চা বাগান ঘুরে পূর্ণরায় জেলাপরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে এসে সাইক্লিং প্রতিযোগীতা শেষ করেন।
প্রথমবারের মতো ‘ডুয়াথলন শ্রীমঙ্গল চ্যালেঞ্জ ২০১৯ প্রতিযোগীতায় ২৪ জন নারী প্রতিযোগীসহ ঢাকা বিভাগ থেকে ৪৬ জন, সিলেট জেলা ৮৯ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৬ জন, মৌলভীবাজার জেলা থেকে ৪৫ জন, হবিগঞ্জ জেলা থেকে ৬ জন ও স্বাগতিক ভেন্যু শ্রীমঙ্গল থেকে ৪৪ জনসহ মোট ২৩৬ জন প্রতিযোগী অংশগ্রহন করছেন।
আয়োজক জালাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লন্ডনস্থ বিসিএর সভাপতি মো. কামরুজ জামান জুয়েল আরো জানান, মূলত খেলাধুলার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে বিশেষ করে তরুন সমাজকে মাদক দ্রব্যের বিরোদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষার সচেতনতার জন্য এ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
অপরদিকে প্রতিযোগীতায় অংশ নেয়া বিয়ানীবাজারের মিজান আলী, শাওন আহমদ, মাহিন, ওয়াসিম আক্রাম জানিয়েছেন অন্যান্য খেলাধুলার মতো সাইক্লিংকে প্রত্যন্ত এলাকায় জনপ্রিয় করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের এই অংশগ্রহন। তারা জানান, শ্রীমঙ্গলের এই প্রাকৃতিক পরিবেশে সাইকেলিং রেইসের একটি সড়ক নির্মানের। রাস্তায় জানজট ও সরু থাকার পরও তারা এই রেইসে আনন্দ উপভোগ করেছেন।
এদিকে ডুয়াথলনের মতো ভিন্ন ধরনের এই প্রতিযোগীতা দেখতে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দুপুর থেকে জড়ো হন পৌরসভা ও জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গনসহ রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে।
তবে আগত সাইকেলিস্ট মিজান আহমদ জানান, ব্যবস্থাপনা কিছুটা অগোছানো ছিলো। রেইসের রাস্তায় রেলক্রসিং ছিলো । ট্রেনের কারনে তারা বাঁধাগস্থ হয়েছেন। এটি বাদ দিয়ে বিকল্প রাস্তা নিধারণ করা উচিৎছিলো। তবে অভিযোগ মাথায় নিয়ে আয়োজক কামরুজ জামান জুয়েল জানান এটি প্রথমবার তারা আয়োজন করেছেন। ভূল সংশোধণ করে ভবিষতে আরো ভালো আয়োজনের আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন