(ভিডিওসহ) প্রধানমন্ত্রীর উপহার পেলেন গণমাধ্যমের সহযোগী কর্মীরা
স্টাফ রিপোর্টার॥ করোনা পরিস্থিতিতে মৌলভীবাজারে ক্ষতিগ্রস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগী কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার (ত্রাণ) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার ৬ মে দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সহযোগী ক্যামেরা পার্সন, ভিডিও এডিটর ও অফিস স্টাফদের হাতে এ উপহার তোলেদেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, পোলাও চাল, নরমাল চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও সাবান। এসময় কর্মহীন হয়ে পড়া অসহায় শতাধিক মৎসজীবী পরিবারের মাঝেও প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট তানিয়া সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ.এস.কাঁকন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণের ত্রাণকে অনুগ্রহ মনে করবেন না। এটা ত্রাণ নয়, আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত থাকবে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকতে সকল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি তিনি আহবান জানান। পর্যাক্রমে সব উপজেলায়ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের উপহার পেয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা প্রধাননমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
মন্তব্য করুন