প্রধানমন্ত্রীর কাছ থেকে কুলাউড়ার বর্ণার পুরস্কার গ্রহণ

August 22, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর রংগীরকুল গ্রামের বাসিন্দা, জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের ২য় মেয়ে সালমা আফরোজা বর্ণা ১৩ আগস্ট শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করেছে।
জানা যায়, দেশব্যাপী ‘বঙ্গবন্ধু ও শেখ রাসেল’ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বর্ণা। সে সিলেটের জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী।

Kulaura-Borna-(1)
শনিবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ কাযক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বর্ণার হাতে এ পুরষ্কার তুলে দেন। বর্না তার এ পুরস্কার অর্জনে শিক্ষক, বাবা-মা, মামা-খালা এবং তাকে অনুপ্রেরনা দেয়া সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণকারী বর্ণা দৈনিক ভোরের পাতা ও সিলেট বাণী পত্রিকার কুলাউড়া প্রতিনিধি আব্দুল আহাদের ভাতিজি। তার উজ্জল ভবিষ্যৎ কামনায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com