প্রধানমন্ত্রীর ঘোষনার আড়াই বছর পরও বড়লেখা ডিগ্রী কলেজ সরকারী হয়নি
আব্দুর রব॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার আড়াই বছর পরও মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রী কলেজটি সরকারী হয়নি। সম্প্রতি দেশের ১৯৯ টি বেসরকারী কলেজ সরকারী করণের একটি তালিকা প্রকাশিত হয়। এ তালিকায় বড়লেখা ডিগ্রী কলেজের নাম না থাকায় বিভিন্ন মহলে হতাশা বিরাজ করছে।
জানা গেছে, ১৯৮৬ সালের ১০ জুলাই রোববার বড়লেখা উপজেলায় সর্ব প্রথম কলেজ প্রতিষ্টা করা হয়। পরবর্তীতে এ কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়। বিভিন্ন সময়ে বড়লেখা ডিগ্রী কলেজটিকে সরকারী করণের দাবী উত্থাপিত হয়। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখায় সরকারী সফরে যান। বড়লেখা ডিগ্রী কলেজের মাঠে আ’লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা ডিগ্রী কলেজকে সরকারী করার ঘোষনা দেন। প্রধানমন্ত্রীর ঘোষনার প্রেক্ষিতে জাতীয়করণের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৫ সালের ৩১ জুলাই সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শন সম্পন্ন করেন পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান ও উপ-পরিচালক (কলেজ-১) আবু সুলতান একে সাব্রী। পরিদর্শন প্রতিবেদন সুত্রে জানা যায়, ৩ একর ৬২ শতাংশ ভুমির ওপর স্থাপিত বড়লেখা ডিগ্রী কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯৯০ সালের ১ মার্চ ¯œাতক (পাস) পর্যায়ে ১৯৯১ সালের ১ মার্চ এমপিওভুক্ত হয়। সরকারী করণের সবধরণের অবকাঠামো বিদ্যমান। এরপর দেড় বছর ধরে রহস্যজনক কারণে বড়লেখা ডিগ্রী কলেজ সরকারী করণ কার্যক্রম পরিদর্শন প্রতিবেদনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
মন্তব্য করুন