প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উদ্যোগে ‘নাগরিক সনদের মাধ্যমে সরকারি সেবা’ শীর্ষক কর্মশালা 

April 25, 2016,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সভাকক্ষে ‘নাগরিক সনদের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৪ এপ্রিল অনুষ্ঠিত  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব মো. আব্দুল হালিম। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্মশালায় জনবান্ধব প্রশাসন ও সরকারি সেবার মান উন্নয়ন ইত্যাদি বিষয়ে দিনব্যাপী আলোচনা ও দিকনির্দেশনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com