প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমঙ্গলের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

August 13, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ১৩ আগষ্ট শনিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  এ ল্যাবের উদ্বোধন করেন। এর মধ্যে শ্রীমঙ্গলের একমাত্র কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ল্যাবটি সরাসরি ভিডিও কনফারেন্সে মাধ্যমে দেখানো হয়।
এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ আয়োজনে প্রেজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনী শেষে প্রধানমন্ত্রীর পক্ষে উদ্বোধনী ফলক উম্মচন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।
এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নোমান আহমদ সিদ্দিকী, সমাজকর্মী আবু তাইয়্যিব আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিবাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানাযায়, প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে দেশের প্রথম চার লেন এ´প্রেসওয়ের নির্মাণ কাজসহ আরো বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com