প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও আবু জাফর রাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
বিশেষ প্রতিনিধি॥ সম্প্রতি সারাদেশের দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর একান্ত প্রচেষ্ঠায় মৌলভীবাজার জেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো মৌলভীবাজারের বড়হাট আবু শাহ (রাঃ) দাখিল মাদ্রাসা, কুলাউড়া উপজেলার বরমচাল হযরত খন্দকার (রহঃ) দাখিল মাদরাসা এবং ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি হওয়ায় আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দিপু মনি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে মৌলভীবাজারের বড়হাট আবু শাহ (রাঃ) দাখিল মাদ্রাসার এবং বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে মৌলভীবাজারের কৃতি সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ফায়সাল রাজা।
তিনি এক বিবৃতিতে মৌলভীবাজারের কৃতি সন্তান ও সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের সন্তান আবু জাফর রাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষতেও শিক্ষার প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার জন্য অনুরোধ জানান।
মন্তব্য করুন