প্রধান বিচারপতিকে ফুল দিয়ে বরণ করলেন মৌলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

January 25, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মৌলভীবাজারে আগমন উপলক্ষে ফুল দিয়ে বরণ করলেন মৌলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
শুক্রবার ২৪ জানুয়ারি রাতে মৌলভীবাজার দুসাই রিসোর্টে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসন পিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ।
শনিবার ২৫ জানুয়ারি দুসাই রিসোর্টে ইউএনডিপি কর্তৃক আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে মৌলভীবার শহরের ৮ নং ওয়ার্ডের পূর্ব ধরকাপন ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনের বাড়ী যাওয়ার কথা রয়েছে।
রোববার ২৬ জানুয়ারি সিলেট জেলার বিভিন্ন জেলা পর্যায়ের এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য বিশেষ ট্রাইব্যুনাল সমূহ পরিদর্শণ করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com