ভিডিও সহ) প্রধান শিক্ষক কর্তৃক একই স্কুলের সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানী প্রতিবাদে মানববন্ধন
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার সদর উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক একই স্কুলের সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানী ও ধর্ষনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা পালন করেছে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
রবিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে প্রবল বৃষ্টিপাত উপেক্ষাকরে তিন শতাধিক মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধন ও পথসভায় অংশ নেয়। বিদ্যালয়ের অভিবাবক সোজা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র জায়েদ আহমদ, পারভেজ আহমদ, এলাকাবাসী আজম আলী, মারুফ মিয়া, এমদাদুল হক জন্টু, সমাজকর্মী আলীম উদ্দীন হালিম প্রমুখ।
বক্তারা বলেন নির্যাতিত অসহায় এক নারীর কান্নার পাশে দাঁড়িয়েছি। ঐতিহ্যবাহী এই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ গোটা শিক্ষক সমাজের সুনাম নষ্টকারী এই অসৎ ও দুশ্চরিত্র প্রধান শিক্ষক রণধীর দাসকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।
পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
উল্লেখ্যযে, গত ১৬ মে বিদ্যালয়ে কক্ষে আটকিয়ে শীলতাহানী ও জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন প্রধান শিক্ষক রনধীর দাস। এ বিষয়টি শিক্ষিকার স্বামী দুলার মিয়ার কাছে পৌছালে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক রনধীর দাসকে ওই দিন সন্ধ্যায় লাটি পেটা করেন। মারধরের এ ঘটনায় রনধীর দাস মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন।
অপর দিকে শিক্ষিকা গত ২২/০৫/১৭ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (৪) খ ধারায় প্রধান শিক্ষক রনধীর দাসের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
এ ছাড়াও জেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পৃথক ভাবে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।
মন্তব্য করুন