প্রবাসীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত

September 15, 2021,

তোফায়েল পাপ্পু, দুবাই থেকে ৫০ বছরের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শ্রম বাজারের প্রতিযোগীতা ও দক্ষতার বিকাশ এবং বিদেশী শ্রমিকদের নিরাপত্ত্বার জন্য ওয়ার্ক পারমিট ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যপক পরিবর্তন আনতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের স্থানীয় সংবাদ মাধ্যম খালিজ টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে দেশটিতে বিদেশী শ্রমিকদের মধ্যে কেউ যদি চাকরি হারায় বা অব্যহতি নিলে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নতুন ওয়ার্ক পারমিট কিংবা দেশ ত্যাগের বিধান থাকলেও গ্রেসপিরিয়ডবা ভিসা স্ট্যাটাস পরিবর্তনের সংস্কৃতি আইনে এখন থেকে ৯০ দিন থেকে ১৮০ দিন পর্যন্ত করা হয়েছে। অথবা যদি কোন প্রবাসী চাকরি হারায় তা হলে ওই প্রবাসী পূর্বের আইন অনুযায়ী এক মাস সময় পেতো নতুন কাজে যোগদান করার জন্য কিন্তু এই নিয়ম বা আইন এখন আর থাকছে না।

এখন থেকে যদি কোন প্রবাসী চাকরি হারায় বা কাজ থেকে অব্যহতি নেয় তাহলে প্রবাসীদের ভিসা অনুযায়ী ভিসা স্ট্যাটাস পরিবর্তন করার জন্য বা আরব আমিরাত ত্যাগ করার জন্য ৩ মাস থেকে ৬ মাস সময় পাবেন। দেশটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রজেক্ট অব দ্যা ফিফটিএর অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে এন্ট্রি এবং রেসিডেন সিসিস্টেমের পূর্ণ গঠন। কর্মী বিনোয়োগ, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আদর্শ গন্তব্য হিসেবে অবস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে আধুনিকায়ন করা হচ্ছে।

উল্লেখ যে দেশটির ভিসা পদ্ধতিতে উল্লেখ যোগ্য যেসব পরিবর্তন আনা হচ্ছে সেগুলো হচ্ছে বানিজ্যিক ভ্রমণের অনুমতি ৩ মাস থেকে বাড়িয়ে ৬ পর্যন্ত মাস করা হয়েছে। পরিবারের সদস্যদের অধীনে পিতা-মাতাকে সরাসরিই স্পন্সর করা যাবে। মানবিক ক্ষেত্রে রেসিডেনসি ১ বছর সময় বৃদ্ধি পিতা মাতার বসবাসের ক্ষেত্রে সন্তানদের স্পন্সরের বয়স ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত নির্ধারন করা হয়েছে। চাকরি থেকে অব্যহতি কিংবা বরখাস্থ হলে গ্রেস পিরিয়ডবা ভিসা স্ট্যাটাস পরিবর্তন বানতুন ওয়ার্ক পারমিট ভিসা লাগানোর জন্য ৯০ দিনথেকে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত সময় পাবেন প্রবাসীরা। এছাড়া দেশ টির প্রতিযোগীতা মূলক সক্ষম তা বাড়ানোর জন্য আগামী ৯ বছরের মধ্যে ১শ ৫০ মিলিয়ন ডলার সরাসরি বিদেশী বিনোয়োগের জন্য ৫০ টিনতুন অর্থনৈতিক উদ্যোগ চালু করার পরিকল্পন াগ্রহন করা হয়েছে। যা সংযুক্ত আরব আমিরাত কে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সামনে আর ও একবার পরিচিত করে তুলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com