(ডিভিও সহ) প্রবাসীর উদ্দ্যোগ ও অর্থায়নে ৩টি গ্রাম : নিরাপদ যাত্রী ছাউনী ও রাস্তা বিদ্যুতের আলোয় আলোকিত
মু. ইমাদ উদ দীন॥ সদর উপজেলার নাসিরপুর, বরাকেরপুল, কালারগাঁও। এই ৩টি গ্রামের কয়েক হাজার মানুষের দূর্ভোগের অন্ত ছিলনা। গাড়ির জন্য রাস্তা পাশে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল নানা বিড়ম্বনা। দূর্ঘটনা এড়াতে প্রয়োজন ছিল যাত্রী ছাউনীর। বিশেষ করে বয়স্ক লোকজন ও শিক্ষার্থীদের এনিয়ে পোহাতে হয়েছে দূর্ভোগ।
দীর্ঘদিন থেকে যাত্রী ছাউনির দাবীর প্রেক্ষিতে ঠনক নড়ছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এলাকাবাসীর এমন প্রয়োজনীয়তা উপলব্দি করে সহায়তার হাত বাড়ালেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুর রহমান।
তার নিজস্ব অর্থায়নে নির্মিত হল যাত্রী ছাউনী। এখন ব্যস্ত সড়কে যাত্রীরা গাড়ির অপেক্ষা করবেন নিরাপদে। আর রাত হলে ৩টি গ্রামের সড়ক হবে বিদ্যুতের আলোয় আলোকিত। উপকারভোগী গ্রামবাসীরা জানালেন নাসিরপুর গ্রামের বাসিন্ধা যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাইফুর রহমান নিজ অর্থায়নে যাত্রী ছাউনী ও সড়ক বাতি নির্মাণ করে দিয়েছেন।
এখন গ্রাম ও শহরে যাতায়াতের সড়ক দিন ও রাতে অনেকটাই নিরাপদ। দীর্ঘদিন পর স্বপ্ন প্রত্যাশার এমন বাস্তবায়নে গ্রাম বাসিরা খুশি। এমনটিই তারা হাঁসি মুখে জানালেন। সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর,বরাকেরপুল,কালারগাঁও। এই তিনটি গ্রামের পিচঢালা আকাঁবাকা গ্রামীণ পথে রাত হলে সড়ক বাতির আলোয় আলোকিত হচ্ছে। ৩ কিলোমিটার সড়কে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ২৭টি সড়ক বাতি নির্মিত হয়েছে। আর প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে যাত্রী ছাউনী।
বিকেলে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী নামের ওই যাত্রী ছাউনী ও সড়কবাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এরপর খলিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা ও শীতার্থ মানুষের মাঝে ৫ শতাধীক কম্বল বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক মুজাহিদ আলীর সভাপতিত্বে ও খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল জলিলের পরিচালনায় আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশার আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমেদ, খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পৌদ্দার বাচ্চু, কনকপুর ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান রেজা,আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ,খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, খলিলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন চৌধুরী। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাবেদ আলী, স্বেচ্ছাসেবকলীগ আফির আলী, সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, আওয়ামীল নেতা মতিউর রহমান, লেফাছ মিয়া, যুবলীগ নেতা মসুদ মিয়া,দিলদার মিয়া,আরমান মিয়া,স্বেচ্চাসেবকলীগ ঝিনুক মিয়া প্রমুখ।
আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাইফুর রহমান।
মন্তব্য করুন