প্রাইভেট কার উদ্ধার : ছিনতাইকারীকে রিমান্ড শেষে কারাগারে
স্টাফ রিপোর্টার॥ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া কামাল হোসেনকে (২৪) ২ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে ১৭ অক্টোবর মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে। কামাল ব্রাক্ষণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়,৭ অক্টোবর মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের প্লাজমা ডায়াগনষ্টিক সেন্টারে রাজনগর উপজেলার আব্দুল আলিম তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্র-গ-১৪-১০৭৫) নিয়ে স্বপরিবারে ডাক্তারের কাছে যান। সেখানে কাজ শেষ করে বের হয়ে দেখেন গাড়িটি নেই। পরে এঘটনায় তিনি ওই দিন মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন (জিডি নং ৪০১)।
পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে কামালকে ৯ অক্টোবর ব্রাক্ষণবাড়ীয়া থেকে গ্রেফতার করে। গাড়িটি মৌলভীবাজার সদরের পানিউন্দা থেকে উদ্ধার করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই তাপস রায় জানান, ঘটনার সাথে সে প্রত্যক্ষভাবে জড়িত কিনা এই মূহূর্তে বলা যাচ্ছে না।
মন্তব্য করুন