প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর ৬৮তম জন্মদিন পালিত (ভিডিও সহ)

December 13, 2016,

স্টাফ রিপোর্টার॥ প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ৬৮তম জন্মদিন পালিত হয়েছে নানা আয়োজনে। জন্মদিন উপলক্ষে সোমবার ১২ ডিসেম্বর দুপুরে সৈয়দ শাহ মোস্তফা (র.) এর মাজারস্থ মন্ত্রীর কবরস্থানে বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন সহ মাজার মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন, মন্ত্রীর সহধর্মিনী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এসময় তাঁর সাথে ছিলেন, মন্ত্রীর ছোট ভাই ও জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ নওশের আলী খোকন, কন্যা সৈয়দা সানজিদা শারমিন ও সৈয়দা সাবরিনা শারমিন।
এছাড়া জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কনকপুর ইউনিয়দ পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পন করেন।
কবরে পুষ্পমাল্য অর্পন করা হয়, সদর থানা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, সৈয়দ মহসীন আলী স্মৃতি পরিষদ ও রাজনগর উপজেলা ছাত্রলীগ সহ অন্যান্য সামাজিক সংগঠন।
এদিকে মন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিকেলে তাঁর বাসভবন শহরের দর্জিরমহলস্থ বাসভবনে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া সন্ধ্যার পর মন্ত্রীর বাসভবনে এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন  মন্ত্রীর সহধর্মিনী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com