প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ৬৮ তমজন্মদিনে প্রবাস থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলী (ভিডিও সহ)

December 14, 2016,

জেসমিন মনসুর॥ ১২ ডিসেম্বর সোমবার হচ্ছে মৌলভীবাজার জেলার অবিসংবাদিত নেতা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা সৈয়দ মহসিন আলি’র ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সংবাদ পত্রে প্রদত্ত এক বানীতে যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের কনভেনার. মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত আলী বিনম্র গভীর শ্রদ্ধাঞ্জলী জানানো সহ উনার আত্তার মাগফেরাত কামনা করেছেন.।। মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের কনভেনার ওয়েলস আওয়ামীলীগের সহ সভাপতি মকিস মনসুর আহমদ বলেন সৈয়দ মহসীন আলী ছিলেন মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ তথা বাংলাদেশের এক মহান নেতা. ছিলেন জনপ্রিয় পৌরপিতা. সাবেক সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রী। মহান স্বাধীনতা যুদ্ধের একজন অকুতোভয় সৈনিক বীর মুক্তিযুদ্ধা হিসাবে তিনি আমাদেরকে এনে দিয়েছেন একটি পতাকা একটি দেশ.। প্রবাসীদের সাথে ছিলো তার আত্তার আত্তীয়তা. তিনি আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। সৈয়দ মহসীন আলী ছিলেন একজন সাদা মনের মানুষ. আমাদের প্রিয় আপনজন. আজীবন জাতি উনাকে মনে রাখবে .। তিনি থাকবেন চিরকাল আমাদের হৃদয়ের মাঝে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com