পয়ঃ নিষ্কাশন ও স্যানিটেশনের অবস্থা নিয়ে নানাবিধ সমস্যায় রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ কর্তৃপক্ষ

September 18, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশনের অবস্থা নিয়ে নানাবিধ সমস্যায় রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ কর্তৃপক্ষ। পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশনের সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটিসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
১৮ সেপ্টেম্বর রোববার দুপুরে ‘‘চাই স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা’’ এই শ্লোগান নিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভায় তিনি  এ সমস্যার কথা জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটো এর সভাপতিত্বে ও সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাক শ্রীমঙ্গল এর সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সনাক সদস্য বদরুল আলম, জিডিশন প্রধান সুছিয়াং, স্বজন সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, আবাসিক মেডিকেল অফিসার মহসিন আহমদ, ডা, আহমেদ শিবলী মহিউদ্দিন, ডা. শামীম আহমদ, ডা. মুকুল চন্দ্র পাল, পরিসংখ্যানবিদ এটিএম আনোয়ার গাজী, টিআইবি এরিয়া ম্যানেজার খোদেজা বেগম, সহকারী ম্যানেজার মাহবুব আলম ও অফিস সহকারী বরুণ রঞ্জন দেব প্রমুখ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  জয়নাল আবেদীন টিটো আরো জানান, নার্স সংকট আগামী মাসের মধ্যে সমাধানের সম্ভাবনা রয়েছে। অভিযোগ বক্সের বিভিন্ন অভিযোগ সম্পর্কে মুক্ত আলোচনা করেন এবং এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com