ফখরুল ইসলাম জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের সিলেট বিভাগীয় পরিচালক নির্বাচিত

March 1, 2025,

স্টাফ রিপোর্টার : জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সিলেট বিভাগীয় পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো: ফখরুল ইসলাম। তাঁর নির্বাচনী প্রতীক ছিল মোটরসাইকেল। ১ মার্চ ঢাকায় সমবায় ফেডারেশনের ২২, দিলকুশা এলাকা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মো: ফখরুল ইসলাম মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার সদর ইউসিসিএ লি. এর বর্তমান সভাপতি।

জানা যায়, জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন সারাদেশে ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে গত ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে।

এতে ৮নং ব্লক সিলেট বিভাগ থেকে পরিচালক পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে পরিচালক পদে প্রার্থী ছিলেন মো: ফখরুল ইসলাম। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হবিগঞ্জের আব্দুল ওয়াহেদ আঞ্জব। তাঁর প্রতীক ছিল কুঁড়েঘর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com