ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করলো রেডিও পল্লীকন্ঠ

December 19, 2024,

স্টাফ রিপোর্টার: বিশ্বের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করেছে রেডিও পল্লীকন্ঠ ৯৯.২ মৌলভীবাজার।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় ও প্রোগ্রাম প্রডিউসার আল-আমীনের সভাপতিত্বে শুরুতে স্যার ফজলে হাসান আবেদের একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়। ভিডিওচিত্র প্রদর্শিত হওয়ার পরপরই চিন্তা, দর্শন ও মুল্যবোধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কর্মীদের কাছে লেখা স্যার ফজলে হাসান আবেদের শেষ চিঠি পড়ে শুনান রেডিও পল্লীকণ্ঠের সর্বকনিষ্ঠ কর্মী ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর। এ সময় স্মৃতিচারণ করেন অনুষ্ঠান প্রযোজক আঁখি পালিত, শামীমা রিতু, পিংকি রানী দাস।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের পর সুনামগঞ্জের দুর্গম এলাকা শাল্লায় ফিরে আসা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ। পরবর্তী সময়ে দীর্ঘ মেয়াদি উন্নয়ন কৌশলের আওতায় সমাজের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্র্যাকের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারিত হতে থাকে।

সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষে ব্র্যাক একটি সমন্বিত উন্নয়ন কৌশল গড়ে তোলে যার আওতায় রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, কুটিরশিল্প, মানবাধিকার, সড়ক নিরাপত্তা, অভিবাসন এবং নগর উন্নয়নের মতো বিভিন্ন কর্মসূচি।

স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল সিলেটের হবিগঞ্জ মহাকুমার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখায় স্যার ফজলে হাসান আবেদ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। ২০১৯ সালের ২০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com