ফরজান আহমদ মৌলভীবাজার জেলা শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত
রাজনগর প্রতিনিধি॥ বিভিন্ন উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাজনগর উপজেলার শিক্ষা অনুরাগী সামাজিক, মানবাধিকার কর্মী, বিশিষ্ট ব্যবসায়ী, ফরজান আহমদ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। গত ২৭ এপ্রিল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ প্রদান উপলক্ষে জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে তিনি শ্রেষ্ট প্রতিযোগী নির্বাচিত হন।
ফরজান আহমদ ২ এপ্রিল ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের ধাইসার গ্রামের বিশিষ্ট বাগান ব্যবসায়ী মৃত মকছদ মিয়া ও আমিরুন নেছার ছোট ছেলে ফরজান আহমদ। উনার স্ত্রী রহিমা চৌধুরী মীরা। তিনির ১ ছেলে মায়নুল ইসলাম তানজিল, ২ মেয়ের মধ্যে একজন ফারজানা আহমদ মাহি ও আরেকজন তাছমি আহমদ। তিনি ১৯৮২ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজে অদ্যাবধি পর্যন্ত জড়িত আছেন। ব্যবসার সাথে জড়িত হন ১৯৮৮ সালে। তিনি ফরজান ফার্নিচার (মৌলভীবাজার ও রাজনগর)-এর সত্বাধিকারী। সভাপতি, এসএমসি, ধাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর, সভাপতি, সেকায়েপ কমিটি, হাজী সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়, রাজনগর, সভাপতি, ৮নং মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগ, রাজনগর, যুগ্ম আহ্বায়ক, কমিউনিটি পুলিশিং, রাজনগর থানা, সভাপতি, কমিউনিটি পুলিশিং, ৮নং মনসুরনগর ইউনিয়ন। তিনি রাজনগর উপজেলায় ২২ আগস্ট ২০১৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন। ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমাজকর্মী নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন