ফলোআপ- কুলাউড়ায় নৈশপ্রহরীকে মারধরের ঘটনায় সেই কনস্টেবল প্রত্যাহার
কুলাউড়া অফিস॥ তুই ওসি স্যাররে চিনছ নানি, তোরে গুলি¬ করি মারমু।’ ওসির সামনে এমন ধৃষ্টতা দেখিয়ে কুলাউড়া হাসপাতালের নাইট গার্ড রফিককে মারপিট করা জুড়ি থানার সেই কনস্টেবল শামীনূর ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় থেকে ১ ডিসেম্বর বৃহস্পতিবার জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,
২৫ নভেম্বর শুক্রবার রাতে জুড়ী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় নিহত আবদুল আইয়ূব (৫২) নামের এক ব্যক্তিকে নিয়ে পরিবারের সদস্যরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে জুড়ী থানার ওসি জালাল উদ্দিন আহমদ সেখানে গিয়ে লাশ হস্তান্তর নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ওসির মুঠোফোন হারিয়ে গেলে কনস্টেবল শামীনূর চোর সন্দেহে হাসপাতালের নৈশপ্রহরী রফিককে কিলঘুষি মারেন। এর প্রতিবাদে পরদিন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। এ বিষয়ে ওসি জালাল উদ্দিন আহমদ বলেন, শামীনূর ৩০ নভেম্বর থেকে ৫ দিনের ছুটিতে গেছেন। ফেরার পর তাঁকে মৌলভীবাজার পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন