ফলোআপ : শহরের গোবিন্দশ্রীর ডাকাতির ঘটনায় ৭ ডাকাত আটক : ১০ দিনের রিমান্ড আবেদন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরেরর গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনার মূল হোতা ফয়ছল আহমদ সহ এ পর্যন্ত ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ফারুক মিয়া, আজির উদ্দিন, রুমান মিয়া, ইউসুফ আলী, আওলাদ মিয়া, সৌমিত্র বনিক ও ডাকাত সর্দার ফয়ছল আহমদ। এরা সবাই মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায় ১৭ আগষ্ট ডাকাতির মূল পরিকল্পনাকারী ডাকাত সর্দার ফয়ছল আহমদকে গোবিন্দ্রশী এলাকা থেকে এবং বাকীদেরকে ৪ আগষ্ট সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাপস রায় আদালতে ডাকাত সর্দার ফয়ছলের বিরুদ্ধে ২০ আগষ্ট ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পৃথক ভাবে এর আগে আদালতে রিমান্ড চাইলে ডাকাত ইউসুফ আলী, আওলাদ মিয়া ও সৌমিত্র বনিকে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। প্রাথমিক জিজ্ঞাসায় তারা ডাকাতির সাথে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এব্যাপারে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খায়রুল ইসলাম ডাকাত সর্দার ফয়লছ আহমদকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, ফয়ছল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ফয়ছলের বিরুদ্ধে থানায় হত্যা, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ফয়ছলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তার কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছেন।
উল্লেখ্য, গত ১ আগষ্ট শহরের গোবিন্দ্রশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাসী করে ২৫ ভরি স্বর্ণালংকার, বিদেশী ডলার, নগদ ৩ লক্ষ টাকা ও ৫টি দামি মোবাইল ফোন সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আমেরিকা প্রবাসী সৈয়দ সরোয়ার আলী মারাত্মক আহত হন। ডাকাতির ঘটনায় সৈয়দ জাহেদ আলী’র ভাতিজা সৈয়দ সরওয়ার আলী বাদী হয়ে গত ৩ আগষ্ট মৌলভীবাজার মডেল থানায় অজ্ঞাতনামা আসামীকরে মামলা করেন।
মন্তব্য করুন